রুদ্রজ ব্রাহ্মণ ভিজিট করার জন্য আপনাকে সুস্বাগতম

ধর্ম , সাহিত্য , কলা এবং শিক্ষা

রবিবার, ২৪ জুন, ২০১৮

পরমেশ্বরের নাম

নমস্কার , প্রিয় পাঠকগণ আজকে আমি পরমাত্মা পরমেশ্বরের নাম বা উপাধি নিয়ে কিছু আলোচনা করব । আশা করি আপনাদের ভালো লাগবে ।

পরমাত্মা পরমেশ্বর নির্গুণ নিরাকার কিন্তু আবার তিনি সর্বগুণ সম্পন্ন , সর্বাধার , সর্বজ্ঞ । পরমেশ্বরের অনন্ত গুণ , অনন্ত কর্ম এবং অনন্ত তার স্বভাব । পরমেশ্বর নাম উপাধিরহিত হওয়া সত্বেও অনন্ত নামে পরিচিত । আমরা সকলেই ' শিবসহস্রনাম ' এবং ' বিষ্ণুসহস্রনাম ' এর কথা শুনেছি । প্রত্যেক প্রকার গুণ , কর্ম এবং স্বভাবের নিমিত্ত এক এক নাম কল্পিত হয়েছে । পরমাত্মা পরমেশ্বর অনন্ত , তিনি অসীম তাই এই সহস্র নামও বিশাল সমুদ্রের সামনে বিন্দুবৎ  বলে মনে হয় । আমি পরমেশ্বরের কয়েকটি নাম কারণ সহ উপস্থাপন করছি ।
1-- শিবু কল্যাণে - এই ধাতু দ্বারা ' শিব ' শব্দ সিদ্ধ হয় । কল্যাণস্বরূপ এবং কল্যাণকারী হওয়ার জন্য পরমেশ্বর ' শিব ' নামে বিখ্যাত ।
2-- ' যো মহতাং দেবঃ স মহাদেবঃ ' যিনি মহান দেবগণের দেব অর্থাৎ বিদ্বানগণেরও বিদ্বান , সূর্য্যাদি পদার্থের প্রকাশক তিনি মহাদেব । তাই পরমেশ্বরের নাম মহাদেব ।
3--' যঃ শঙ্কল্যাণং সুখং করোতি স শঙ্করঃ ' যিনি কল্যাণ এবং সুখ প্রদানকারী তিনি শঙ্কর । এইভাবে পরমেশ্বরের নাম শঙ্কর ।
4-- ' যো বিশ্বং বিভর্তি ধরতি পুষ্ণাতি বা স বিশ্বম্ভরো জগদীশ্বরঃ ' যিনি বিশ্বকে ধারণ এবং পোষণ করে থাকেন  , সেই পরমেশ্বর বিশ্বম্ভর নামে পরিচিত ।
5-- ' যোহখিলং জগন্নির্মাণেন বর্হতি বর্দ্ধয়তি স ব্রহ্মা ' যিনি সম্পূর্ণ অখিল জগৎ নির্মাণ পূর্বক বর্দ্ধিত করেন , তিনি ব্রহ্মা । তাই পরমেশ্বরের নাম ব্রহ্মা ।
6-- ' যো রোদয়ত্যন্যায়কারিণো জনান্ স রুদ্রঃ ' যিনি অন্যায়কারীকে দণ্ড দিয়ে রোদন ( কান্না ) করান তিনি  রুদ্র । তাই পরমেশ্বরের নাম রুদ্র ।
7-- ' আপো নারা ইতি প্রোক্তা আপো বৈ নরসূনবঃ তা যদস্যায়নং পূর্বং তেন নারায়ণঃ স্মৃতঃ ।' জল এবং জীবের নাম ' নারা ' সে অয়ন অর্থাৎ নিবাসস্থান যার , সেই সর্বপ্রাণীর মধ্যে ব্যাপক পরমাত্মার নাম নারায়ণ ।
8-- ' বেবেষ্টি ব্যাপ্নোতি চরাহচরং জগৎ স বিষ্ণুঃ ' চর এবং অচররূপ জগৎসংসারে ব্যাপক হওয়ার ফলে পরমাত্মার নাম বিষ্ণু ।
9-- ' য ইন্দতি পরমৈশ্বর্য্যবান্ ভবতি স ইন্দ্রঃ পরমেশ্বরঃ ' -- যিনি অখিল ঐশ্বর্য্যযুক্ত হন তিনি পরমেশ্বর ইন্দ্র ।
10-- ' যো লক্ষয়তি পশ্যত্যঙ্কতে চিহ্নয়তি চরাচরং জগদথবা বেদৈরাপ্তৈর্যোগিভিশ্চ যো লক্ষ্যতে স লক্ষ্মীঃ সর্বপ্রিয়েশ্বরঃ ' - যিনি সম্পূর্ণ চরাচর জগৎকে দেখেন , চিহ্নিত করেন অর্থাৎ দৃশ্য বানান , যেমন - শরীরের নেত্র নাসিকাদি এবং বৃক্ষের পত্র পুষ্প ফল মূল , পৃথিবী , জল , মৃত্তিকা , পাষাণ , চন্দ্র , সূর্য্যাদি চিহ্ন বানান তথা সকলকে দেখেন , সমস্ত শোভনীয় বস্তুর শোভা এবং যিনি বেদাদি শাস্ত্রজ্ঞ বা ধার্মিক বিদ্বান যোগিগণের লক্ষ্য অর্থাৎ দেখার যোগ্য সেই পরমেশ্বরের নাম ' লক্ষ্মী ।'
11-- ' সরো বিবিধং জ্ঞানং বিদ্যতে যস্যাং চিতৌ সা সরস্বতী ' -- যার বিবিধ জ্ঞান অর্থাৎ শব্দ অর্থ সম্বন্ধ প্রয়োগের জ্ঞান যথাবৎ হয় , সেই পরমেশ্বরের নাম সরস্বতী ।
12-- ' যঃ সর্বং জগৎ কর্তুং শক্নোতি স শক্তিঃ ' - যিনি সম্পূর্ণ জগৎকে তৈরী করতে সমর্থ তিনি শক্তি । এভাবে পরমেশ্বরের নাম ' শক্তি ' নামে পরিচিত ।
13-- ' যো বিশ্বমীষ্টে স বিশ্বেশ্বরঃ ' - যিনি বিশ্বসংসারের অধিষ্ঠাতা তিনি বিশ্বেশ্বর । এভাবে পরমেশ্বরের নাম " বিশ্বেশ্বর" বলে জগৎ বিখ্যাত ।
14-- ' যে প্রকৃত্যাদয়ো জড়া জীবাশ্চ গণ্যন্তে সংখ্যায়ন্তে তেষামীশঃ স্বামী পতিঃ পালকো বা ' -- যিনি প্রকৃতি আদি জড় এবং সকল প্রকার জীব প্রখ্যাত পদার্থের স্বামী এবং পালনকারী , এর দ্বারা সেই ঈশ্বরের নাম গণেশ বা গণপতি ।
15-- ' অঞ্জনং ব্যক্তির্ম্লক্ষণং কুকাম ইন্দ্রিয়ৈঃ প্রাপ্তিশ্চেত্যস্মাদ্যো নির্গতঃ পৃথগ্ভূতঃ স নিরঞ্জনঃ ' -- যে ব্যক্তি অর্থাৎ আকৃতি ম্লেচ্ছাচার , দুষ্টকামনা এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের বিষয় বাসনার মার্গ থেকে পৃথক সে নিরঞ্জন । তাই পরমেশ্বর ' নিরঞ্জন ' নামে অভিহিত ।
16-- ' যস্মাৎ পূর্বং নাস্তি পরং চাস্তি স আদিরিত্যুচ্যতে , ন বিদ্যতে আদিঃ কারণং যস্য সোহনাদিরীশ্বরঃ ' - যার পূর্বে আর কিছুই নেই এবং সবকিছুর পরম , তাকে আদি বলা হয় , যার আদি কারণ কোনও কিছুই নেই সেই ঈশ্বর অনাদি নামে পরিচিত ।
17-- ' অন্তর্যন্তুং নিয়ন্তুং শীলং যস্য সোহয়মন্তর্যামী ' -- যিনি সমস্ত প্রাণী এবং অপ্রাণীরূপ জগতের অন্তরে ব্যাপক হয়ে সকলকে নিয়মিত চালিত করেন , তিনি অন্তর্যামী । এভাবে পরমেশ্বরের এক নাম অন্তর্যামী ।
18-- ' ভগঃ সকলৈশ্বর্য্যং সেবনং বা বিদ্যতে যস্য স ভগবান্ ' -- যিনি সমগ্র ঐশ্বর্য্যযুক্ত এবং ভজনা করার যোগ্য তিনি ভগবান । এভাবে পরমাত্মা পরমেশ্বরের নাম ' ভগবান ' প্রাপ্ত হয়েছে । প্রিয় বন্ধুগণ , আজ এই পর্যন্ত । আশা করি ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই আপনজনের মাঝে শেয়ার করতে পারেন ।
ওঁ নমঃ শিবায় , হর হর মহাদেব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপনিষদ্ পরিচয় UPANISHAD PARICHAY

প্রিয় পাঠক আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আলোচ্য বিষয় উপনিষদ্ পরিচয় । উপনিষদ হিন্দু ধর্মের মহত্ত্বপূর্ণ ধর্মগ্রন্থ । যা ব...